ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। হামলায় আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বাইরে দুটি ছোট শহরে তিনজন মারা গেছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, দক্ষিণের মাইকোলাইভ এবং পশ্চিমে টেরনোপিলসহ একাধিক আঞ্চলিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে।
অন্য একটি শহরে হামলার ঘটনায় একটি ব্যক্তিগত গাড়ি এবং একটি ব্যবসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনজুড়ে হামলার ঘটনা ঘটলো।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাশিয়া এক যোগে কিয়েভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বেশ কিছু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে।
উত্তরপূর্বাঞ্চলীয় ইউক্রেনের খারকিভ শহরের মেয়র ইহোর তেরেকোভ বলেন, তিনটি জেলায় ড্রোন আঘাত হেনেছে এবং এতে তিনজন আহত হয়েছে।
মন্তব্য করুন