প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ড. ইউনূস যত সুবিধা নেয়ার দরকার নেবেন। কিন্তু তিনি পদত্যাগ করবেন না।
রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারাবিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেইসাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সাথে আঁতাত করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময়, ড. ইউনূসের সফলতা কামনা করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র বলেন, তিনি সফল হলে জুলাই-আগস্ট আন্দোলনের সফলতা আসবে।
এর আগে,গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ব্যর্থ হোক বা চলে যাক এটা কেউ চায় না।
মন্তব্য করুন