ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই ঘটনায় দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে “ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে” এবং সাইরেন বাজানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকালে ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে ইসরায়েল বাহিনী। মূলত গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতিরা।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা দিন শেষে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজায় প্রতিদিন এত মানুষের মৃত্যু হলেও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে জানান, তারা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন। তারা গাজা পুরো দখল করবেন। তবে হামাসের হাতে যেসব জিম্মি এখনো আছে তাদের মুক্ত করতে অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে বলে জানান তিনি।
সুত্রঃ আল-জাজিরার
মন্তব্য করুন