গাজীপুরে ৯ মাস পর ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে নগরের টঙ্গীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত তারা সটকে পড়েন। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি বের করা হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ছাড়াও আহসান উল্লাহ মাস্টার ও গাজীপুর-২ আসনের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’
ঝটিকা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও সমর্থক ঝটিকা মিছিল করে পালিয়ে যান। তাদের মধ্য থেকে পুলিশ তিনজনকে চিহ্নিত করতে পেরেছে। তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদনগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. সোহেল (৩৫), মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদার (৫৩) ও একই থানার জামাই বাজার এলাকার খলিলের ছেলে সিদ্দিক (৩০)।
সম্পাদক:
উপ-সম্পাদক:
যোগাযোগের ঠিকানা: 05 Rue Lally-Tollendal, 75019 Paris.
ফোন:
বিজ্ঞাপন বিভাগ:
ই-মেইল: infosylbdnews24@gmail.com