যুক্তরাষ্ট্র দূতাবাসের তত্ত্বাবধানে মার্কিন সেনাবাহিনীর দ্বারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সদস্যদের প্রশিক্ষণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুজব ছড়াচ্ছে একটি গোষ্ঠী। সম্প্রতি কক্সবাজারে সুইফট ওয়াটার রেসকিউ ট্রেইনিং কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন সদস্য। এরপরই কোর্সের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাংলাদেশ মার্কিন সেনা অনুপ্রবেশের দাবি করে যাচ্ছে পতিত আওয়ামী লীগের কর্মীরা।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয় এই কোর্সটি গত ১৮ মে শুরু হয়ে ২১ মে শেষ হয়েছে। এতে জলোচ্ছ্বাস, ফ্লাস ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, ২০২১ সাল হতে মার্কিন সেনাবাহিনীর পক্ষ হতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার কোর্স’; ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ কোর্স’সহ বিভিন্ন কোর্স করানো হয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল থেকে ১ মে হাই এঙ্গেল রেসকিউ ট্রেইনিং এবং আগামী ৮-১২ জুন মেডিকেল ফার্স্ট রেসপন্ডার (এমএফআর) ট্রেইন দ্য ট্রেইনার অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে এমএফআরএস কার্যক্রম শুরু করে।
মন্তব্য করুন