চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জয় করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা যে শুধু লা-লিগা, কোপা দেল রে আর সুপার কাপই জিতেছে তাই নয়, এ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা সবগুলো ম্যাচেই দুর্দান্ত জয়ও পেয়েছে কাতালান ক্লাবটি। সেই সঙ্গে রাফিনিয়া, লামিনে ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেসদের মত তরুণদের দারুণ ফর্মও পেয়েছে ক্লাবটি।
সেই সঙ্গে আরও একটি ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে ক্লাবটি। লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টাইন তারকার পরা ১০ নাম্বার জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে পায়নি ক্লাবটি। ২০০৮-০৯ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত ১০ নম্বর জার্সি পরে কাতালান ক্লাবটির হয়ে ইতিহাস গড়েছেন মেসি।
তবে মেসি বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার পর নতুন কোন তারকা এই জার্সির মালিক হবেন তা নিয়ে ছিল সংশয়। ২০২১-২২ মৌসুমে আনসু ফাতিকে অবশ্য ১০ নম্বর জার্সির ভার দিয়েছিল বার্সেলোনা। তবে ১০ নম্বর জার্সির ভার নিতে পারেননি ফাতি। নিজের প্রতিভার যোগ্য প্রতিফলন ঘটাতে পারেননি।
চলতি মৌসুমেও কাতালান ক্লাবটির হয়ে তিনি খেলেছেন কেবল ১১ ম্যাচ। তবে শেষ পর্যন্ত মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে বার্সেলোনা। আগামী মৌসুম থেকে এ জার্সি পরে খেলবেন লামিনে ইয়ামাল।
চলতি মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান ইয়ামালের। ৫৪ ম্যাচে করেছেন ১৮ গোল, সেই সঙ্গে তার নামের পাশে আছে ২৫ অ্যাসিস্ট। এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও আছেন তিনি। ১৭ বছর বয়সী এই তারকাই এবার হতে চলেছেন ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি।
মন্তব্য করুন