আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহির্বিশ্বে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে- তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, ‘আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই। সেখানে খেলাধুলা ও দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভূক্ত থাকবে। এর জন্য পরীক্ষায় আলাদাভাবে নম্বর থাকবে। তার মানে খেলাধুলা তাকে করতেই হবে। আমরা এটা অন্তর্ভুক্ত করে দেবো।’

খেলাধুলার মাধ্যমে যারা বহির্বিশ্বে দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে।

রোববার (১৮ মে) পশ্চিম লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বর্তমানে দেশের চার বিভাগে বিকেএসপি রয়েছে। আমরা সরকার গঠন করলে প্রথমে সকল বিভাগে একটি করে বিকেএসপি করব। যাতে ভালোমানের খেলোয়াড় তৈরি হয়। আর যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ঢাকা শহরে ওয়ার্ড-ভিত্তিক খেলার মাঠ গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারি। অন্তত দু’টি ওয়ার্ডের মাঝখানে যদি তিন থেকে চার বিঘা জমি বের করা যায়, সেখানে মাঠ করা হবে। বাচ্চারা খেলবে, মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। ঠিক এমন একটি চিন্তা আমাদের আছে।’

তিনি বলেন, ‘আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই। সেখানে খেলাধুলা ও দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভূক্ত থাকবে। এর জন্য পরীক্ষায় আলাদাভাবে নম্বর থাকবে। তার মানে খেলাধুলা তাকে করতেই হবে। আমরা এটা অন্তর্ভুক্ত করে দেবো।’

তিনি আরো বলেন, ‘আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার। আমরা এর মাধ্যমে এমন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠান করতে চাই। যেই সরকার মানুষের রাজনৈতিক কল্যাণে কাজ করবে।’

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপ্রার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেয়া, দেশের মানুষের নিরাপত্ত্বা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে।’

পরিশেষে বলা যায় গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার এর ভেঙ্গে দেওয়া প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী করতে যে-ধরনের কাজ করা প্রয়োজন সেগুলো তিনি এবং তার দল করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন হতে পারে: সালাহউদ্দিন আহমদ

বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার : সালাহউদ্দিন আহমদ

জটিল ক্যানসারে আক্রান্ত বাইডেন, সহানুভূতি জানালেন ট্রাম্প

চঞ্চলের হাতে পুরস্কার, কঠিন সময়ের স্মৃতিচারণ মারুফ কামাল খানের

মুক্তিযুদ্ধ, ধর্ম ও ভারত সহ যে কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে ভারত

বহির্বিশ্বে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে- তারেক রহমান

‘কুড়িয়ে পাওয়া’ ককটেল বিস্ফোরণে এক বোন নিহত, আহত অন্য ২ ভাইবোন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ১৬ নেতার পদত্যাগ

তারুণ্যের সমাবেশ সফলে সিলেট বিভাগ বিএনপির প্রস্তুতি সভা

১০

ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সময়ের দাবি : মিফতাহ্ সিদ্দিকী

১১

ভারতের বিরুদ্ধে তদন্তে জাতিসংঘ

১২

সাহায্য-সহযোগিতায় চলছে জুলাইয়ের শহীদ হাসানের সংসার

১৩

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে আড়াই ঘন্টা অবস্থান করে ছাত্রদল

১৪

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

১৫

গুলিস্তানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

১৬

৩ হাজারের অধিক কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

১৭

মানবেতর জীবন যাপন জুলাই শহীদ আমিরের স্ত্রী-সন্তানের

১৮

ডেথ ওভারের কিং মুস্তাফিজ

১৯

জুলাই এর ডেবিল যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধা অনুদান

২০