নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাঁজাসহ মো. আলফি নামের এক যুবককে পুলিশে দিয়েছে ছাত্রদল।
শনিবার (১৭ মে) রাতে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে তাকে সোপর্দ করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করে।
মো. আলফি হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের নবীর উদ্দিনের ছেলে।
https://sylbdnews24.com/2025/05/18/২-জামাত-নেতার-গলায়-জুতার/
স্থানীয় ছাত্রদল কর্মী এনায়েত, রিপন ও ইসমাইল সংবাদমাধ্যমকে বলেন, এলোমেলো কথাবার্তা ও চালচলনের কারণে আলফিকে সন্দেহভাজন মনে করে জিজ্ঞাসাবাদ করি। পরে তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো গাঁজার দুটি পোটলা উদ্ধার করি এবং তাকে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করি।
চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বলেন, আটককৃত যুবকের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে হাতিয়া আদালতে সোপর্দ করা হবে। মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। হাতিয়ায় মাদক প্রবেশ ঠেকাতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এবং তিনি ধন্যবাদ জানান ছাত্রদলের নেতাদের যারা একে ধরতে সাহায্য করছেন।
মন্তব্য করুন