পর্তুগালের জার্সিতে বাবার শেষ না হতেই ছেলের শুরু।
পর্তুগিজ ফুটবলের পোস্টারবয় বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দেশের জার্সি গায়ে জড়িয়ে শত শত রেকর্ড গড়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে থাকলেও এক হাজার গোলের মাইলফলকের দিকে ছুটছেন তিনি। দেশের হয়ে রোনালদোর সার্ভিস শেষ না হতেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ছেলে রোনালদো জুনিয়ার।
মঙ্গলবার (১৪ মে) জাপানের বিপুক্ষে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষেক হয় ১৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। তার অভিষেক ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। দলটির হয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল কাবরাল।
৫৪তম মিনিটে বদলি হয়ে নামেন রোনালদো জুনিয়র। যদিও গোল করতে পারেননি। তবে ম্যাচজুড়ে ছিলেন দুর্দান্ত। ছেলের এই অভিষেকে উচ্ছ্বসিত আল নাসর তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে অভিনন্দন জানান তিনি।
সম্পাদক:
উপ-সম্পাদক:
যোগাযোগের ঠিকানা: 05 Rue Lally-Tollendal, 75019 Paris.
ফোন:
বিজ্ঞাপন বিভাগ:
ই-মেইল: infosylbdnews24@gmail.com