জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে জাসাস সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।
প্রতিবাদী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতৃবৃন্দ এই কর্মসূচির মাধ্যমে জাসাস জাতীয় গৌরব রক্ষায় সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরণের দেশাত্মবোধক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য করুন